ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

সব পুরুষের জন্যই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দেশটির সব প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এ-সংক্রান্ত কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।  

পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে টাস্ক বলেন, সরকার শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তিনি জানান, পোল্যান্ডে প্রাপ্তবয়স্ক সব পুরুষের জন্য ব্যাপক সামরিক প্রশিক্ষণের প্রস্তুতি চলছে।

 

তিনি বলেন, "আমাদের লক্ষ্য বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করা, যা নিশ্চিত করবে যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধে প্রশিক্ষিত থাকবে। সম্ভাব্য হুমকির মুখে যেন একটি সুসংগঠিত ও কার্যকর রিজার্ভ বাহিনী গড়ে তোলা যায়।"

টাস্ক আরও জানান, ইউক্রেনের সেনাবাহিনীর বর্তমান শক্তি প্রায় ৮ লাখ, যেখানে রাশিয়ার রয়েছে ১৩ লাখ সেনা। পোল্যান্ডও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে দেশটির সামরিক বাহিনীতে প্রায় ২ লাখ সদস্য রয়েছে, যা বাড়িয়ে ৫ লাখ করা হবে বলে জানান তিনি।  

তিনি বলেন, "আমরা এমন একটি বাহিনী গঠন করতে চাই, যেখানে রিজার্ভ সেনার পাশাপাশি নতুন প্রশিক্ষিত সদস্যরাও থাকবে। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছে। সঠিকভাবে পরিকল্পনা করতে পারলে আমরা ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।"

 

টাস্কের মতে, "যারা আগে কখনো সেনাবাহিনীতে যোগ দেয়নি, তাদেরও নিবিড় প্রশিক্ষণের আওতায় আনতে হবে, যেন যুদ্ধকালীন দক্ষতা অর্জন করতে পারে।"

নারীদের সামরিক প্রশিক্ষণের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, "নারীরাও চাইলে প্রশিক্ষণ নিতে পারে, তবে যুদ্ধের মূল দায়িত্ব এখনো পুরুষদের ওপরই বেশি নির্ভরশীল।"

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ইঙ্গিত দেওয়ার পর পোল্যান্ডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। দেশটির বেশির ভাগ নাগরিক মনে করেন, ইউক্রেনকে সমর্থন করা তাদের নিজস্ব নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।