যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ভারতকে পাশে চায় চীন!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ভারতকে পাশে চায় চীন!

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে চীনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছেন। ইতোমধ্যে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে নানা উদ্যোগ নিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতকে পাশে চাওয়ার বার্তা দিয়েছে চীন।


শুক্রবার (৭ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‍‍`র দেওয়া এক বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
ন্যাশনাল পিপলস পার্টির বৈঠকে ওয়াং ই বলেন, দিল্লি ও বেইজিংকে একসঙ্গে কাজ করতে হবে এবং আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, ভারত (হাতি) ও চীন (ড্রাগন) একসঙ্গে এগিয়ে গেলে সেটাই হবে সবচেয়ে যুক্তিযুক্ত পথ।
ওয়াং ই তার ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন।

গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত-চীন ঐক্যের আহ্বান

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এশিয়ার দুটি বৃহত্তম অর্থনীতি যদি এক হয়, তাহলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।" তিনি আরও জানান, দুই দেশ অতীতের দ্বন্দ্ব মেটাতে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে।


তিনি উল্লেখ করেন, গত বছর থেকে ভারত ও চীনের মধ্যে বেশ কিছু সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে। রাশিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হয়েছে এবং উভয় দেশই যৌথ পদক্ষেপ নিয়েছে।
সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাত কমে এসেছে বলেও দাবি করেন ওয়াং ই। তিনি বলেন, "এটি উভয় দেশের জন্যই ইতিবাচক।"

 

রূপালী বাংলাদেশ

Link copied!