বিশ্বজুড়ে নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক নারী দিবসের (৮ মার্চ) প্রাক্কালে জাতিসংঘের এক বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, "নারীরা শতাব্দীর পর শতাব্দী ধরে বৈষম্যের শিকার। নতুন নতুন হুমকি এই বৈষম্যকে আরও প্রকট করছে।"
গুতেরেস বলেন, "বিশ্ব এখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে নারীদের অধিকার অর্জনের লড়াই শুধু স্থবিরই হয়নি, বরং অনেক ক্ষেত্রে উল্টো পিছিয়ে যাচ্ছে।"
তিনি উল্লেখ করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের কণ্ঠরোধ করা হচ্ছে, নারীদের প্রতি অনলাইন সহিংসতা ও হয়রানিও ব্যাপকভাবে বেড়েছে। তিনি আরও জানান, নারীদের শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে- অনেক দেশে নারীদের প্রজননস্বাস্থ্য ও অধিকার নিয়ে কঠোর আইন এবং বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ ছাড়াও নারী বিদ্বেষ ও পুরুষতন্ত্র আবারও উগ্র হয়ে উঠছে। ফলে বিশ্বজুড়ে নারীবিদ্বেষী বক্তব্য ও গোষ্ঠীগুলোর উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
অপর দিকে অনলাইনে সহিংসতা বাস্তব জীবনে সহিংসতায় রূপ নিচ্ছে, যা নারীদের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, "লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার বিষয় নয়, এটি ক্ষমতার বিষয়ও। এটি নির্ধারণ করে কে সিদ্ধান্ত গ্রহণ করবে, আর কে থাকবে পিছিয়ে।"
তিনি আরও বলেন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে হলে সেই কাঠামোগুলো ভাঙতে হবে, যা বৈষম্যকে টিকিয়ে রেখেছে। এটি শুধু নারীদের জন্য নয়, বরং একটি উন্নত ও টেকসই বিশ্ব গড়তে সবার জন্যই প্রয়োজন।"
জাতিসংঘের আহ্বান: নারী অধিকারের লড়াইকে আরও জোরদার করতে হবে
জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহোস গুতেরেসের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, "নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই চলছে, তার গুরুত্ব এই মুহূর্তে আরও বেশি। তবে নারীরা আগের চেয়ে আরও বেশি দৃঢ় সংকল্পবদ্ধ।"
জাতিসংঘ মনে করে, নারী অধিকার রক্ষায় বিশ্বকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, নইলে অর্জিত অগ্রগতি পিছিয়ে যেতে পারে।
সূত্র: জাতিসংঘ, বিবিসি
আপনার মতামত লিখুন :