বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

আর্জেন্টিনায় ঝড় ও বন্যায় ১৩ জনের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০২:০৩ পিএম

আর্জেন্টিনায় ঝড় ও বন্যায় ১৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কা প্লাবিত হয়েছে। এই দুর্যোগে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, ঝড় এবং বন্যার ফলে রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে এবং শহরের অধিকাংশ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এছাড়া এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

শনিবার শহরের কর্মকর্তারা সতর্ক করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, অ্যাম্বুলেন্সসহ খাদ্য ও পানীয় পাঠাচ্ছে। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকাজে সহায়তা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার বাহিয়া ব্লাঙ্কায় ৪০০ মিমি (১৫.৭ ইঞ্চি) এর বেশি বৃষ্টিপাত হয়েছে, যা শহরের সাধারণ বার্ষিক বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ। শহরে সাধারণত বছরে প্রায় ৬০০-৬৫০ মিমি বৃষ্টিপাত হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে বন্যার পানিতে গাড়ি ভেসে যেতে দেখা গেছে।

প্রাদেশিক সরকারের মন্ত্রী কার্লোস বিয়ানকো স্থানীয় রেডিওকে বলেছেন, “আমাদের শহরটি পুনর্নির্মাণ করতে হবে। কিছু মানুষ আছেন যারা সবকিছু হারিয়েছেন।”

আরবি/এফআই

Link copied!