অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন। একইসঙ্গে পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে দেশটি।
শনিবার (৮ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি অর্থমন্ত্রী খুররম শেহজাদ।
রয়টার্স জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে। ঋণের প্রথম কিস্তি বর্তমানে পর্যালোচনাধীন। এই ধাপে সফল হলে পাকিস্তান অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ঋণ পাবে। নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানকে ঋণ দিতে আইএমএফের একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল বিদেশি অর্থায়ন নিশ্চিত করা। বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিং জানিয়েছে, পাকিস্তানকে ২০২৫ অর্থবছরে ২২ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুসারে, চীন প্রায় ২৯ বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠেছে।
এদিকে, দুই বিলিয়ন ডলারের ঋণের চুক্তি অনুযায়ী, চলতি মাসের ২৪ তারিখ এই ঋণ পরিশোধের কথা ছিল। তবে পাকিস্তানের নাজুক অর্থনীতি এ ঋণ দিতে অক্ষম বললেই চলে। তাই এ বর্ধিত মেয়াদ দেশটির জন্য আশীর্বাদ।
আপনার মতামত লিখুন :