ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ট্রাম্পের বিলাসবহুল রিসোর্টে হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল রিসোর্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে প্যালেস্টাইনপন্থীরা লিখে দিয়েছেন, ‘গাজা বিক্রি হবে না !’
শনিবার সকালেই ওই রিসোর্টে ভাঙচুরের ঘটনার ছবি প্রকাশ্যে আসে।

কে বা কারা ট্রাম্পের রিসোর্টে ভাঙচুর চালায়, তা নিয়ে প্রশ্ন উঠে। পরে অবশ্য সে ভাঙচুরের ঘটনার দায় প্রকাশ করে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক এক সংগঠন।

ছবিতে দেখা যায় বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সুদৃশ্য রিসোর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে।  শুধু তা-ই নয়,বাগান জুড়ে সাদা কালিতে বড় বড় অক্ষরে লেখা ‘গাজা বিক্রির জন্য নয়’! কোথাও হাতুড়ির আঘাত, কোথাও বড় বড় পাথর ছোড়ার দাগ। ভাঙা হয়েছে জানালা, দরজার কাচ। স্কটল্যান্ডের নির্জন প্রান্তের সেই ভাঙা গল্‌ফ রিসোর্ট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কারণ, সেই রিসোর্টের মালিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছবিঃ ইন্টারনেট

ভাঙচুরের ঘটনার দায় স্বীকার করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক একটি সংগঠন। পোস্টে তারা লিখেছেন,‘আমেরিকার প্রশাসন যখন ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এবং গাজাকে নির্মূল করার পরিকল্পনা করছে, তখন সেখানকার মানুষ চুপচাপ বসে থাকবে না।’ তারা ট্রাম্পের ‘গাজ়া অধিগ্রহণ’ মন্তব্যের সমালোচনা করে একটি বিবৃতিও প্রকাশ করেছে। তাদের কথায়, ‘গাজার প্রতি ট্রাম্পের মনোভাব আমরা প্রত্যাখ্যান করি। তিনি যেন গাজাকে নিজের সম্পত্তি মনে না করেন।’

সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ‘গাজা দখল’-এর হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা করেন, গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা।