ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভ্রমণকারীদের যে সতর্কবার্তা দিলো আমেরিকা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। বিশেষ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে সেখানে একেবারেই না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


 

সতর্কতা বার্তায় বলা হয়েছে, পাকিস্তান স্থানীয় বাসিন্দাদের জন্যও নিরাপদ নয়। এমনকি, সেখানে পর্যটক এবং বিদেশিদের উপরেও যখন-তখন হামলা হয়। তাই কোনও আমেরিকান নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয় বার বিবেচনা করতে বলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার।

শুক্রবার (স্থানীয় সময়) আমেরিকার পররাষ্ট্র দফতর পাকিস্তান নিয়ে বিবৃতিটি জারি করে। যে জায়গাগুলোতে যেতে নাগরিকদের নিষেধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি), বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। মার্কিন সরকারের বিবৃতিতে সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে এই জায়গাগুলো একেবারেই নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে আমেরিকার। বলা হয়েছে, ‘পাকিস্তানের বড় শহরগুলিতে, বিশেষত ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো তুলনামূলক উন্নত। কিছু হলে সেখানে তুলনামূলক দ্রুত সাহায্য মিলতে পারে। কিন্তু অন্যত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়।’

সতর্কবার্তায় জানানো হয়েছে যে,‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘনঘন ঘটে থাকে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয় বাসিন্দারাও এই হামলার ফলে বিপদগ্রস্ত। এই ধরনের হামলা যে কোনো সময়, আগাম সতর্কবার্তা ছাড়াই হতে পারে। পাকিস্তানের দোকান, বাজার, স্কুল, কলেজ, শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল এবং এমনকি ধর্মীয় স্থানগুলিতে সন্ত্রাসী হামলা ঘটতে থাকে। অতীতে এই জঙ্গিরা আমেরিকান নাগরিক ও কূটনীতিকদের একাধিক বার লক্ষ্যবস্তু করেছে।’

উল্লেখ্য, আমেরিকা মাঝেমধ্যেই বিভিন্ন দেশ সম্পর্কে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে থাকে। ২০২৪ সালে ভারতের কিছু অঞ্চল সম্পর্কে একই ধরনের সতর্কতা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় জম্মু কাশ্মীর এবং মণিপুরের নামও ছিল।