ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১০:০২ এএম

ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দায়িত্ব নিয়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে।  তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন।  দরকারে অন্যত্র নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি।

রোববার দায়িত্ব নিয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নে বলেন, ‘নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়।  আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। ’ আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে, সাফ জানিয়ে দিয়েছেন কার্নে।  তিনি বলেন, ‘আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে, ততদিন পারস্পরিক শুল্ক থাকবে।’
ক্ষমতায় আসার পর থেকেই কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন ট্রাম্প।  সীমান্ত পেরিয়ে সেখানকার বাসিন্দাদের আমেরিকায় অনুপ্রবেশ থেকে শুরু করে বাড়তি শুল্ক আরোপ, একাধিক বিষয়ে কানাডা এবং আমেরিকার সম্পর্কের উত্তাপ বেড়েছে। কার্নে জানান, ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন।  সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না।  তাঁর কথায়, ‘আমেরিকানরা আমাদের জল, আমাদের জমি, আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায়।  ওরা আমাদের দেশটাকেই চায়।  ট্রাম্প কানাডার শ্রমিক, তাঁদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন।  তাকে সফল হতে দেওয়া যাবে না।’


 

রোববার (স্থানীয় সময়) লিবারেল পার্টির নির্বাচনের ফল প্রকাশিত হয়।  ৫৯ বছর বয়সি এই অভিজ্ঞ অর্থনীতিবিদকে নেতা হিসেবে নির্বাচন করেছে কানাডার লিবারেল পার্টি।  ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারেল পার্টির ১ লাখ ৪০ হাজারের বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন।  তাতে ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নে। 

আরবি/এসএম

Link copied!