ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উ. কোরিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:০৭ পিএম
ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়া প্রথমবারের মতো নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করেছে, যা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  
শনিবার (৯ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পারমাণবিক সাবমেরিনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে। ক্যাপশনে লেখা ছিল- পারমাণবিক শক্তিচালিত কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন।  

সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির যুদ্ধজাহাজ নির্মাণকারী শিপইয়ার্ড পরিদর্শন করেছেন এবং সাবমেরিনের নির্মাণ কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নিয়েছেন। তবে সাবমেরিনটির প্রযুক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন-সিক বলেছেন, ‘সাবমেরিনটির ওজন ৬ থেকে ৭ হাজার টনের মধ্যে হতে পারে এবং এটি কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে।’

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, ‘আমরা উত্তর কোরিয়ার সাবমেরিনের দাবির বিষয়ে অবগত, তবে আপাতত এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নেই।’
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করার লক্ষ্যে কাজ করছে। সম্প্রতি দেশটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে দাবি করেছে।  

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া যদি কার্যকরভাবে পারমাণবিক সাবমেরিন পরিচালনায় সক্ষম হয়, তাহলে এটি কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং অঞ্চলটির নিরাপত্তা ভারসাম্য পরিবর্তন করতে পারে।