ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

রক্তাক্ত সিরিয়া

পরিচয়পত্র দেখে বেছে বেছে হত্যা!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:২৯ পিএম
সিরিয়ার লাটকিয়া প্রদেশে গাড়ি থামিয়ে তল্লাশি সরকারি সামরিক বাহিনীর। ছবি: রয়টার্স।

সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতে ‘প্রতিশোধ-হত্যার’ শিকার হচ্ছে আলাউয়ি সম্প্রদায় নামে এক সংখ্যালঘু শ্রেণি, যারা মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকা লাটাকিয়া এবং টারটসে বাস করে। গত কয়েক দিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষদের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে। 

অভিযোগ উঠেছে, পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে খুন করা হচ্ছে এই  সম্প্রদায়ের মানুষদের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যেসব গ্রামে আলাউয়িদের বসবাস, সেখানে দেহ স্তূপাকার হয়ে পড়ে রয়েছে। এমনকি স্থানীয়দের দেহ নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা।

কেন বেছে বেছে আলাউয়িদের ওপর হামলা চালাচ্ছে সরকারের সামরিক বাহিনী?

সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ হলেও ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে ওঠে। আসাদ নিজে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তাঁর আমলে প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেতে থাকেন আলাউয়িরা। আসাদ পরিবারের আমলে পাঁচ দশক ধরে চলা এই ‘পক্ষপাত’  দেশটির সুন্নি জনগোষ্ঠীর মাঝে ক্ষোভের সঞ্চার করতে থাকে। কিন্তু আসাদের প্রভাবে পাল্টা কোনো পদক্ষেপ নিতে পারেনি তারা।

আসাদ সরকারের পতনের পরে সিরিয়ায় ক্ষমতায় আসে গোঁড়া ইসলামিক রীতি মেনে চলা সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। সরকারি বাহিনীর সঙ্গে হাত মেলায় সমমনা অন্য গোষ্ঠীগুলো । ফলস্বরূপ, আক্রমণ শুরু হয় আলাউয়িদের ওপর। ক্ষমতাচ্যুত এবং দেশচ্যুত হওয়ার পর বন্ধুরাষ্ট্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়ার একাধিক সংবাদমাধ্যমের দাবি, আলাউয়িদের অনেকেই সীমান্ত পেরিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন। দেশে নতুন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন সিরিয়ার অনেকেই।

ইতোমধ্যে, ২ পক্ষের সংঘাতে সিরিয়ায়  সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফ্রান্স। গণহত্যার উপযুক্ত তদন্ত করার জন্য তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আহবান জানিয়েছে।