এয়ার ইন্ডিয়ার একটি বিমান যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বোমা হামলার হুমকি পাওয়ার পর উড্ডয়নের আট ঘণ্টা পর মুম্বাই ফিরে এসেছে। বিমানটির ক্রুরা এই হুমকির পর বিমানটির গন্তব্য পরিবর্তন করে মুম্বাই এয়ারপোর্টে ফিরে আসে। তবে পরে জানানো হয়, এটি একটি গুজব ছিল।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সোমবার (১০ মার্চ) স্থানীয় সময় রাত ২টায় মুম্বাই থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করা বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি ৩ শতাধিক যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০টায় আবারও মুম্বাই এয়ারপোর্টে ফিরে আসে।
বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মুম্বাই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটি দ্রুত ফিরে আসে এবং তাদের থাকার ব্যবস্থা, খাবার ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়।
এর আগে, গত বছরের শেষ দিকে ভারতের বিভিন্ন ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়, যার পরে জানা যায় যে এসব হামলার সবগুলোই ছিল ভুয়া। তবে এসব হুমকির কারণে কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাধ্য হয়েছে।
এই ধরনের পরিস্থিতি বন্ধ করতে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, তবে এখনও একাধিক ভুয়া হুমকির ঘটনা ঘটছে।
আপনার মতামত লিখুন :