রাজতন্ত্র ফেরানোর দাবিতে জমায়েত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১০:১৬ এএম

রাজতন্ত্র ফেরানোর দাবিতে জমায়েত

কাঠমান্ডুর রাস্তায় ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র। ছবিঃ সংগৃহীত

নেপালে গণতন্ত্র ছেড়ে ফের রাজতন্ত্রে প্রত্যাবর্তনের দাবিতে  হাজারো মানুষ জমায়েত হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে ‘ধর্মনিরপেক্ষ’ নেপালে রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দুত্বকে স্বীকৃতি দেওয়ার ।

ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহকে ঘিরে রবিবার হাজার হাজার মানুষ কাঠমুন্ডুর রাজপথে নেমে আসেন। নেপালের পশ্চিমাঞ্চল সফর শেষ করে জ্ঞানেন্দ্র কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিপুলসংখ্যক সাধারণ নাগরিক। সেখানে স্লোগান ওঠে ‘আমরা আবার রাজতন্ত্র চাই’। 

জমায়েত থেকে  জ্ঞানেন্দ্রকে আবার রাজপ্রাসাদে বসবাস করতে দেয়ার দাবি করা হয়। সেই সঙ্গে দাবি তোলা হয় নেপালকে আবার ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণার। জ্ঞানেন্দ্রের সমর্থনে হয় বাইক মিছিলও। 

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছে, রাজতন্ত্রপন্থি জমায়েতে ১০ হাজার মানুষ ছিলেন। তবে জ্ঞানেন্দ্রের সমর্থক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির দাবি জমায়েতে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল।

গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে নেপালকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়। নেপালে যখন রাজতন্ত্র ছিল, তখন দেশটি হিন্দুরাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল।  পরে দেশের সংবিধানেও সেই স্বীকৃতি দেওয়া হয়। ২০১৫ সালে অনুমোদিত হয় নতুন ‘ধর্মনিরপেক্ষ’ সংবিধান।

প্রসঙ্গত, দু’দশক আগেও নেপালে প্রচলিত ছিল রাজতন্ত্র। শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। ২০০৬ সালে তিনি ক্ষমতাচ্যুত হন। এর পরে ২০০৮ সালের মে মাসে সংবিধান সংশোধন করে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা। 

আরবি/এসএম

Link copied!