শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:০৪ পিএম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:০৪ পিএম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) নিউইয়র্ক টাইমস ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার  হংকং থেকে ম্যানিলা বিমানবন্দর আসার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রেসিডেন্ট থাকার সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘটনারই তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, তার নেতৃত্বাধীন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিসি দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ফিলিপাইন সরকার জানায়, ৭৯ বছর বয়সি দুতার্তেকে হংকং থেকে ফেরার পর ম্যানিলার বিমানবন্দরে আটক করা হয়। ২০২২ সালে ক্ষমতা ছাড়ার পরও তিনি দেশটির অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন।

ফিলিপাইন প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট থাকাকালীন দুতার্তের নৃশংস মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন।
 

আরবি/এসএম

Link copied!