মেক্সিকোতে বাস দুর্ঘটনা: প্রেসিডেন্টের সমাবেশ শেষে ফেরার পথে নিহত ১১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:৩৯ পিএম

মেক্সিকোতে বাস দুর্ঘটনা: প্রেসিডেন্টের সমাবেশ শেষে ফেরার পথে নিহত ১১

ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সমাবেশে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।  

ওয়াক্সাকা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এটি ওয়াক্সাকার সান্তো ডোমিঙ্গো নারো শহরের কাছে ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।  

ওয়াক্সাকার স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো জানান, বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন এবং এটি মেক্সিকোর দক্ষিণাঞ্চল তেহুয়ান্টেপেক ইস্থমাসের দিকে যাচ্ছিল। তিনি আরও বলেন, যাত্রীরা রোববার রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের আয়োজিত একটি সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে ছিলেন।  

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম রোববার (৯ মার্চ) মেক্সিকো সিটির কেন্দ্রীয় চত্বরে এক বিশাল সমাবেশ আয়োজন করেন। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বাসে করে অংশ নিতে আসেন।  

এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল মেক্সিকোর অর্থনৈতিক প্রবৃদ্ধি উদযাপন এবং মার্কিন শুল্ক স্থগিতের প্রতি সংহতি প্রকাশ করা। প্রথমে এই সমাবেশ ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য পরিকল্পনা করা হয়। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট শেইনবাউমের সঙ্গে ফোনালাপের পর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন। ফলে, এই সমাবেশ উদযাপনের রূপ নেয়।  

দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

সূত্র: রয়টার্স 

রূপালী বাংলাদেশ

Link copied!