গুজরাটের ছোটা উদয়পুর জেলার বোদেলি তালুকায় এক প্রতিবেশীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে চার বছর বয়সি এক মেয়ে শিশু। পুলিশের সন্দেহ, এটি একটি মানববলির ঘটনা হতে পারে।
সোমবার (১১ মার্চ) শিশুটিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (এএসপি) গৌরব আগরওয়াল জানান, শিশুটির মা থানায় অভিযোগ জানানোর পর ঘটনাটি সামনে আসে।
তিনি বলেন, শিশুটির রক্ত তাদের প্রতিবেশী লালা ভাই তড়ভি নামে এক ব্যক্তির মন্দিরের সিঁড়িতে পাওয়া গেছে, যা মানববলির সন্দেহ জাগাচ্ছে।
এএসপি আগরওয়াল নিশ্চিত করেছেন যে লালা ভাই তড়ভিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে তিনি একাই এই কাজ করেছেন, নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত।
এ ছাড়া, তদন্তকারীরা খুনের সম্ভাব্য কারণও খতিয়ে দেখছেন। অভিযুক্ত ও নিহত শিশুটির পরিবারের মধ্যে কোনো পুরোনো শত্রুতা ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে।
এই ঘটনায় গভীর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পেছনে কোনো তান্ত্রিক প্রথা বা কুসংস্কারের প্রভাব রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কিছু সম্প্রদায়ের মধ্যে কুসংস্কারের বশবর্তী হয়ে মানববলির মতো ভয়ংকর প্রথার প্রচলন আছে। বিশেষত, কোনো ধর্মীয় আচার বা তান্ত্রিক প্রভাবের কারণে নিরীহ শিশুদের শিকার বানানোর ঘটনা মাঝেমধ্যেই শিরোনামে আসে।
এই ঘটনার তদন্ত এখনো চলছে এবং পুলিশ শিগগিরই পুরো বিষয়টি পরিষ্কার করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস