বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্রপ্রধান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে কয়েকদিন ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৫ ফেব্রুয়ারী উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিট ব্যুরোর বৈঠকে উপস্থিত ছিলেন কিম। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন। তাছাড়া চলতি সপ্তাহে কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর প্যারেড। যেখানে নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করবে তারা। গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময়ই প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট কিম জং উনকে। সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন কিম জং উন উপস্থিত হবেন কিনা এটিও এখন নিশ্চিত নয়।
প্রশ্ন উঠেছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট! আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শারীরিক অসুস্থতার কারণে হয়ত এখন আড়ালে চলে গেছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত নয়।
এর আগেও ২০১৪ সালে একটানা ৪০ দিন জনসম্মখের বাইরে ছিলেন কিম। এরপর ২০২০ সালের এপ্রিল ও ২০২১ সালের মে মাসেও কিছুসময়ের জন্য উধাও হয়ে গিয়েছিলেন তিনি। সেসময় গুজব ছড়িয়েছিলো হয়তো মারা গেছেন কিম।
তবে উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সোমবার (৬ জানুয়ারি) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কিম জং উন।