মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরের টার্মিনাল-১-এর আগমন হলে অবৈধ সিম কার্ড বিক্রির দায়ে তাদের গ্রেফতার করা হয়।
মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টায় পরিচালিত এক বিশেষ অভিযানে এ বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তাদের সবার বয়স ২২ থেকে ৫০ বছর। তারা দুই মাস ধরে সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিলেন এবং একই দেশের পর্যটকদের লক্ষ্য করে সিম কার্ড বিক্রি করে আসছিলেন।
তিনি আরও বলেন, বিক্রি করা সিম কার্ডগুলো অন্য ব্যক্তির নামে নিবন্ধিত এবং প্রতিটি সিম ২৫ রিঙ্গিতে বিক্রি করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, এসব সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার রিঙ্গিত আয় করতেন তারা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি বাংলাদেশি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির ১২১টি সিম কার্ড, আটটি সিম কার্ড খোলার সুঁচ এবং নগদ এক হাজার ৫৫৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, দুজন মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন এবং অন্য দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার কারণে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত সময় ধরে থাকার জন্য একই আইনের ১৫(৪) ধারায় আরও দুজনকেগ্রেফতার করা হয়েছে। ভিজিট পাসের শর্ত লঙ্ঘনের জন্য অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
অধিকতর তদন্তের জন্য গ্রেফতার বাংলাদেশিদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :