পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি ১৫০ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৭ জন নিহত হয়েছে।
দেশটির গণমাধ্যম জিও টিভি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি হওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ঘটনাটি ঘটেছে বোলান অঞ্চলের পেরু কানরি এলাকায়।
গণমাধ্যমটি বলছে, চার শতাধিক যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল।ট্রেনটির ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। চলন্ত ট্রেনে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে, নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এ সময় আহত হন চালক।

বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এক বিবৃতিতে ট্রেনে হামলার দায় স্বীকার করেছে। সূত্র বলছে, বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। হামলার ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে বেলুচ সরকার।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর, সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়।
আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে। হামলার খবর পাওয়ার পর এলাকাটি দুর্গম হওয়ার কারণে নিরাপত্তা বাহিনীকে অভিযানে যেতে বেগ পেতে হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
আপনার মতামত লিখুন :