অসুস্থ না হয়েও শরীর খারাপের বাহানা দিয়ে অফিস ফাঁকি দেওয়া নতুন কিছু নয়। অনেক চাকরিজীবীরাই এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকেন। কর্মক্ষেত্রে না যেতে তারা যেসব অসুস্থতার কথা বলে সেগুলো হচ্ছে - ঠাণ্ডা লাগা, পিঠে ব্যথা, মানসিক অবস্থা। তবে এবার ভুয়া অসুস্থতার কারণে নেয়া ছুটির ওপর কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব।
সৌদি আরবে ভুয়া অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করা বা জমা দেয়া ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে। এ কাজের প্রমাণ পেলে এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল বা ২৬ হাজার ৬০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। সম্প্রতি এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবর গালফ নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদিত চিকিৎসা ছুটির পরিষেবার প্রচারে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এই সতর্কতা এসেছে। মন্ত্রণালয় জনগণকে এ ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ কাজ অবৈধ এবং আইনি কার্যক্রমের আওতাভুক্ত বলে উল্লেখ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুধুমাত্র সেহহাতি প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মক্ষেত্রের অসুস্থতাজনিত ছুটির প্রতিবেদন ইস্যু করার অনুমোদন দেয়া হয়েছে। অন্যান্য যে কোনো উপায়ে প্রাপ্ত প্রতিবেদন অবৈধ বলে গণ্য হবে এবং আইনি পদক্ষেপের সম্মুখীন হতে পারে।’
আপনার মতামত লিখুন :