জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্ত সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনা সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বুধবার (১২ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনায় এক ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর একজন মুখপাত্র এই ঘটনার সত্যতা অস্বীকার করেছেন। তবে সূত্রের বরাতে জানা গেছে, আহত সৈনিক নওশেরার কালসিয়ান এলাকার একটি ফরোয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। হামলার পর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে উধমপুরের কমান্ড হাসপাতালে পাঠানো হয়। সূত্রের দাবি, সীমান্তের ওপার থেকে ছোড়া স্নাইপারের গুলিতে তিনি আহত হয়েছেন। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
এদিকে, ঘটনার আগেই সকালে এলওসি বরাবর একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগেই ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চের চকান দা বাগ ক্রসিং পয়েন্টে এক বৈঠকে মিলিত হয়েছিল। উভয় পক্ষ সীমান্তে উত্তেজনা কমাতে ও নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখতে সম্মত হয়েছিল।