চলছে পবিত্র রমজান মাস। বাংলাদেশে ইতোমধ্যে ১১টি রোজা সম্পন্ন হয়েছে, আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে ১২তম রোজা। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ এবারের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
সংস্থাটির মতে, ৩০ মার্চ আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে এবং ৩১ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ‘৩০ মার্চ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে বিষয়টি স্থানীয় কমিটি বা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। ঈদের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে, ফলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।’
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। যদি চাঁদ দেখা যায়, তবে রমজান হবে ২৯ দিনের, আর না দেখলে ৩০ দিন পূর্ণ হবে।
এবার রমজান ৩০ দিন হলে, আমিরাতের নাগরিকরা ঈদে পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।