ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে ওই ব্রিটিশ নারীকে দুইজন পুরুষ সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কর্তৃপক্ষের মতে, অভিযুক্তদের একজন নির্যাতিতার সঙ্গে ইনস্টাগ্রামে বন্ধুত্ব করেছিলেন। তার সঙ্গে দেখা করতেই ওই নারী ভারতের এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ ইতোমধ্যে কৈলাস ও তার বন্ধু ওয়াসিম নামের দুইজনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাজ্যের পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন সেই নারী। বন্ধু কৈলাসকে তার সঙ্গে ঘুরতে যেতে বললে কৈলাস ভ্রমণ করতে পারবেন না জানিয়ে তাকে দিল্লিতে আসতে বলেন। সে অনুযায়ী মঙ্গলবার দিল্লি পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে ওঠেন তিনি। পরে কৈলাস তার বন্ধু ওয়াসিমকে সাথে নিয়ে হোটেলে পৌঁছান এবং সেই রাতেই ভুক্তভোগীকে ধর্ষণ করে বলে অভিযোগ। জানা গেছে, কৈলাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পরদিন সকালে ভুক্তভোগী নারী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে সানাপুর লেক এলাকায় ইসরায়েলি এক পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ ও একজনকে হত্যার ঘটনা ঘটে। এরমধ্যেই নতুন করে ব্রিটিশ নাগরিকের ধর্ষণের খবর সামনে আসার পর ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।