চাকরি হারালেন নাসার ২৩ বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৪১ পিএম

চাকরি হারালেন নাসার ২৩ বিজ্ঞানী

নাসা’র লোগো

ক্ষমতার মসনদে বসার পর থেকেই নানা কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকা ফার্স্ট’ নীতি গ্রহণ করেছেন তিনি। বিভিন্ন সংস্থা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তের পর এবার নজর দিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়। সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী ক্যাথরিন কেলভিনসহ ২৩ জনকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। খবর নিউ ইয়র্ক টাইমস।

নাসার মুখপাত্র চেরিল ওয়ার্নার বিষয়টি নিশ্চিত করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যটির এক প্রতিবেদনে বলা হয়। ওয়ার্নার বলেন, গত ১০ মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আপাতত ক্যাথরিন কেলভিনসহ ২৩ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এই তালিকা আরও দীর্ঘ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকায় থাকা কর্মকর্তা-কর্মীরা যদি আবেদন করেন, সেক্ষেত্রে তাদের স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে এবং আনুষাঙ্গিক কিছু সুযোগ-সুবিধাও দেওয়া হবে; আর যদি আবেদন না করেন, তাহলে একেবারে বিদায় করা হবে।

জলবায়ুবিশেষজ্ঞ ক্যাথরিন নাসার জলবায়ু গবেষণা বিভাগের প্রধান নির্বাহী ছিলেন। জাতিসংঘ প্রতি বছর জলবায়ু সংক্রান্ত যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, সেই প্রতিবেদন প্রস্তুতের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন তিনি।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নাসাকে গবেষণাধর্মী সংস্থার পরিবর্তে একটি আবিষ্কারধর্মী সংস্থা হিসেবে দেখতে চান ট্রাম্প। এ কারণে এই দপ্তরের গবেষণাধর্মী বিভাগগুলো থেকে কর্মী কাটছাঁট করছেন তিনি।

আরবি/এসএমএ

Link copied!