এবার মার্কিন পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা। যুক্তরাষ্ট্রের ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করছে ইইউ। অন্যদিকে ২ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে কানাডা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণার পরই এমন পদক্ষেপ নিল ইইউ ও কানাডা।
বুধবার (১২ মার্চ) থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন বলছে, এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা ২ হাজার কোটি ডলার মূল্যের পাল্টা শুল্ক ঘোষণা করেছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে শুল্ক নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নানান পদক্ষেপ বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের এমনভাবে অস্থির করে তুলেছে যে এর ধাক্কায় যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।