হোলির রঙ গায়ে মাখতে না দেওয়ায় ভারতের রাজস্থানের দওসা বিভাগে ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।
জানা গেছে, দওসা বিভাগের রালওয়াস গ্রামে গত বুধবার সন্ধ্যায় অশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি স্থানীয় একটি লাইব্রেরিতে গিয়ে হংসরাজ নামে এক যুবকের গায়ে হোলির রঙ মাখতে যায়। সেখানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন হংসরাজ।
তখন তিনি তাদের রঙ মাখাতে বাধা দেন। ওই সময় এ তিনজন তাকে লাথি মারে এবং বেল্ট দিয়ে পেটায়। এরপর তাদের একজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট দিনেশ আগারওয়াল।
নির্মম এই হত্যাকাণ্ডের পর হংসরাজের পরিবার ও বিক্ষুব্ধ গ্রামবাসী লাশ নিয়ে সেখানকার মহাসড়ক আটকে দেন। যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা হত্যাকারীদের গ্রেপ্তার, হংসরাজের পরিবারকে ৫০ লাখ রুপি জরিমানা ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান।
পরবর্তীতে পুলিশে আশ্বাসে মহাসড়ক থেকে লাশ নিয়ে যায় ভুক্তভোগীর পরিবার।
আপনার মতামত লিখুন :