২০০০ কর্মী ছাঁটাই করছে জনস হপকিন্স

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০১:৪৭ পিএম

২০০০ কর্মী ছাঁটাই করছে জনস হপকিন্স

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য তহবিলের ব্যাপক হ্রাস এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে জানায়, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) থেকে ৮০০ মিলিয়ন ডলার তহবিল হারানোর ফলে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪টি দেশের ১,৯৭৫ জন কর্মী ছাঁটাই করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আরও ২৪৭ জন কর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া প্রায় ১০০ জন অতিরিক্ত কর্মীকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছাঁটাই করা হবে।

বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে বলেছে, "আমাদের সম্প্রদায়ের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময়। ইউএসএইডের ৮০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল হারানোর কারণে আমরা বাল্টিমোর ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছি।"

বিশ্ববিদ্যালয়টি আরও জানিয়েছে যে, তারা মা ও শিশুদের যত্ন নেওয়া, রোগের বিরুদ্ধে লড়াই, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ এবং বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী নানা প্রচেষ্টায় কাজ করতো। যা এই তহবিলের কেটে যাওয়ার ফলে বড় সংকটে পড়েছে।

এএফপি এক পৃথক প্রতিবেদনে জানিয়েছে, মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে।

ট্রাম্প প্রশাসন ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক ফেডারেল ব্যয় কমানোর অংশ হিসেবে বিদেশি সাহায্য, গবেষণা ও উন্নয়নের জন্য ইউএসএইডের সহায়তা তহবিল বন্ধ করে দিয়েছে। এই কঠোর পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনস হপকিন্স ইউনিভার্সিটি অন্যতম।
 

আরবি/শিতি

Link copied!