পাকিস্তানে ট্রেন ছিনতাই নিয়ে যে তথ্য পাওয়া গেল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০২:১৭ পিএম

পাকিস্তানে ট্রেন ছিনতাই  নিয়ে যে তথ্য পাওয়া গেল

ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে  চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই ও যাত্রীদের জিম্মি করে সশস্ত্র গোষ্ঠী। এরপর টানা ৩৬ ঘণ্টার অভিযান শেষে জিম্মিদের উদ্ধার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

বুধবার পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করে যে, ট্রেন ছিনতাই ও যাত্রীদের জিম্মির পেছনে আফগানিস্তানে থাকা জঙ্গিরা কলকাঠি নেড়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ছিনতাই করে। সে সময় ট্রেনটি বেলুচিস্তানের দুর্গম পার্বত্য এলাকা দিয়ে ৪ শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল।

বুধবার রাতে জিম্মি উদ্ধার অভিযান শেষের পর পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, নিরাপত্তা বাহিনী ৩৩ জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ২১ জন যাত্রী নিহত হয়েছেন।

পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ট্রেনে হামলার ঘটনায় পুরো সময়টিতেই আফগানিস্তানে অবস্থান করা জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, গোয়েন্দা প্রতিবেদনগুলোতেও দ্ব্যর্থহীনভাবে এটি নিশ্চিত হয়েছে যে, আফগানিস্তানে থাকা সন্ত্রাসী চক্রের নেতারা পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনটিতে হামলা সংঘটিত এবং পরিচালনা করেছেন, যারা গোটা ঘটনাতেই সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান আশা করে, অন্তর্বর্তী আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জঙ্গিদেরকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

আরবি/এসএম

Link copied!