মুসলিম সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৪:০০ পিএম

মুসলিম সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দেশটির মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানী কিয়েভে দেশটির সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি যোগ দেন।

এ সময় তিনি ফ্রন্টলাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক ইস্যুতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

এর পর ইফতারের সময় তিনি সেনাদের সঙ্গে এক কাতারে মাটিতে বসে খাবার গ্রহণ করেন।

জেলেনস্কি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে মোনাজাতেও অংশ নেন। বর্তমানে ইউক্রেনে আনুমানিক ৭ থেকে ২০ লাখ মুসলিম বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ০.৯ শতাংশ। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায় বসবাস করেন।
 

আরবি/একে

Link copied!