ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৯:১১ এএম
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ও বর্ণবাদের অভিযোগ উঠেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, “আমরা চাই, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ বর্ণবাদ ও বৈষম্যমুক্ত হোক। এই তদন্ত সেই প্রচেষ্টারই অংশ।”

এই তদন্ত পরিচালনা করছে মার্কিন শিক্ষা মন্ত্রণালয়ের নাগরিক অধিকার বিভাগ। বিভাগের এক কর্মকর্তা জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি এই ৪৫টি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশেষ কর্মসূচি চালু করেছে, যা নিয়ে আপত্তি উঠেছে। অভিযোগকারীরা বলছেন, “বিদেশি শিক্ষার্থীদের বেশি সুযোগ দিয়ে মার্কিন শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।”

ওপর দিকে মার্কিন শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের **নাগরিক অধিকার আইন (১৯৬৪)** লঙ্ঘনের অভিযোগ রয়েছে।”

এই আইনটি মূলত বর্ণবৈষম্য রোধে প্রণয়ন করা হয়েছিল, তবে এবার শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের পক্ষ থেকে তা প্রয়োগ করা হচ্ছে।  

যুক্তরাষ্ট্রের সরকার ঐতিহ্যগতভাবে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, লিঙ্গ ও বর্ণের মানুষকে সরকারি সুবিধা দিয়ে সহায়তা করে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নীতি পরিবর্তনে আগ্রহী।  

সম্প্রতি ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ কোটি ডলারের তহবিল বাতিল করেছ ট্রাম্প প্রশাসন।  

সূত্র: রয়টার্স