কিউবায় বিদ্যুৎহীন এক কোটি মানুষ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১২:৩৮ পিএম

কিউবায় বিদ্যুৎহীন এক কোটি মানুষ

ছবিঃ সংগৃহীত

কিউবার জাতীয় গ্রিডে বড় ধরনের গোলোযোগের কারণে দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (স্থানীয় সময়) মূল বিদ্যুৎ সরবরাহ লাইনে ত্রুটি দেখা দিলে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।  

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাতের বেলা কিউবার রাস্তায় লোকজনকে বৈদ্যুতিক টর্চ বা মোমবাতি নিয়ে চলাফেরা করতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিড মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।  

গত বছরের অক্টোবরেও কিউবায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ ছিল না। তখন দেশটির বেশিরভাগ অংশেই ব্ল্যাকআউট দেখা দিয়েছিল, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয় বলে মনে করা হয়।  

কিউবা দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বারবার এই ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেশটির সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার আরও একটি প্রমাণ।  

সূত্র: ডয়চে ভেলে

আরবি/এসএস

Link copied!