ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত: পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০১:১৮ পিএম
ছবিঃ সংগৃহীত

বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর গণসংযোগ সংস্থা আইএসপিআরের (ISPR) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, বেলুচিস্তানে সম্প্রতি ট্রেনে হামলার পেছনে ভারতের হাত রয়েছে।  
শুক্রবার এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত। জাফর এক্সপ্রেসে সর্বশেষ হামলাও তাদের মদদে হয়েছে।

তিনি আরও জানান, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও এই হামলার তদন্তে সহায়তা করছেন।  

গত মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA) জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে। বিদ্রোহীরা ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয়।

এছাড়া প্রায় ৪০০ যাত্রীকে জিম্মি করা হয়, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। পরবর্তী অভিযানে ৩ শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য ও ২৬ জন জিম্মি নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, এই হামলার পরিকল্পনা দেশের বাইরের কোনো শক্তি করেছে।

যদিও তিনি সরাসরি ভারতের নাম বলেননি, তবে অতীতে BLA-র কর্মকাণ্ডের জন্য ভারতকে দায়ী করার অবস্থান এখনো অপরিবর্তিত বলে উল্লেখ করেন। 

 

পাকিস্তানের অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়, তা গোটা বিশ্ব জানে। নিজেদের ব্যর্থতার জন্য পাকিস্তানের অন্যের ওপর দোষ চাপানো বন্ধ করা উচিত।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বাড়তে পারে, বিশেষ করে বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতকে দায়ী করে আসছে। তবে ভারত এই অভিযোগগুলো সবসময় অস্বীকার করে এসেছে।  

সূত্র: জিও নিউজ