ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

১০ বছরের শিশুর বিশ্ব রেকর্ড!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০২:২৫ পিএম
ছবিঃ সংগৃহীত

১০ বছর বয়সি ব্রিটিশ শিশু এক মিনিটে পাইয়ের ২৮০টি অঙ্ক মুখস্ত করে বিশ্ব রেকর্ড গড়ল!  

ব্রিস্টলের ১০ বছর বয়সি আলবার্তো দাভিলা আরাগন এক মিনিটে পাইয়ের (π) ২৮০টি অঙ্ক মুখস্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।  

রেকর্ডের পেছনের গল্প

২০২৪ সালের মার্চ মাসে আলবার্তোর স্কুলে একটি পাই স্মরণ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিজয়ী প্রধান শিক্ষককে মুখে পাই (pie) ছুড়ে মারার সুযোগ পাবে। ১৫০টি অঙ্ক মুখস্ত করে আলবার্তো বিজয়ী হন এবং প্রধান শিক্ষককে পাই ছুড়ে মারেন।

স্কুল প্রতিযোগিতায় জেতার পর, আলবার্তো আরও অনুশীলন চালিয়ে যান। তিনি অতিরিক্ত ১৩০টি সংখ্যা মুখস্ত করে। এক মিনিটে মোট ২৮০টি অঙ্ক আবৃত্তি করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে আলবার্তো!  

আলবার্তো বলে, প্রতিযোগিতাটা দারুণ মজার ছিল! প্রধান শিক্ষককে পাই মারতে পারার সুযোগ পেয়েছিলাম- এটা একদমই ভুলতে পারব না!

পাই স্মরণ করা বিশ্বের অন্যতম কঠিন স্মৃতিশক্তির পরীক্ষা। আলবার্তোর এই অর্জন বিশ্বের তরুণদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা হয়ে থাকবে!