গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, দক্ষিণ রাফায় গোলাবর্ষণ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৪:৩৮ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, দক্ষিণ রাফায় গোলাবর্ষণ

ছবিঃ আল-জাজিরা

ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন ফিলিস্তিনি  এবং উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর হাতে একজন নিহত হয়েছে।

অন্যদিকে দক্ষিণ রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ও গানবোট থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজায় যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত বাড়ানোর এবং ইসরায়েলের যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনার জন্য সময় দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি ব্রিজ পরিকল্পনা প্রস্তাব করেছে।

হামাস অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়ন হওয়ার ভয় পাচ্ছেন। তার আরোপিত অবরোধের ফলে গাজার বাসিন্দা এবং ইসরায়েলি বন্দিরা অনাহারে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৮,৫২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১১,৯৫৫ জন আহত হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের হিসেবে গাজায় মৃতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি। 

উল্লেখ্য, গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে বাস্তবে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা বন্ধ হয়নি, যা ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও বাড়িয়ে তুলছে।  

ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত হবে কিনা, তা এখনো অনিশ্চিত।

 

সূত্রঃ আল জাজিরা 
 

আরবি/এসএম

Link copied!