রমজান মাসের প্রথম ১০ দিনে কাবা শরিফে রেকর্ড সংখ্যক আড়াই কোটি মুসল্লি সমবেত হয়েছেন। যা এর আগে কোনো বছরে দেখা যায়নি।
সৌদি আরবের ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়ের মধ্যে ওমরাহ পালন করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি যা নতুন এক রেকর্ড।
প্রতিবছর রমজান মাসে কাবা শরিফে ওমরাহ পালনকারীদের ভিড় বেশি থাকে। তবে এবার মুসল্লিদের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
শৃঙ্খলা বজায় রাখতে এবং মুসল্লিদের সেবা নিশ্চিত করতে কাবা চত্বর ও আশপাশের এলাকায় ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়োজিত কর্মীদের পাশাপাশি আরও ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী যুক্ত করা হয়েছে।
এ ছাড়া কর্মীদের কার্যক্রম তদারকির জন্য ৩৫০ জন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে।
মুসল্লিদের জন্য আজান, খুৎবা ও নামাজের সুবিধা নিশ্চিত করতে কাবা চত্বরে ৮ হাজারেরও বেশি স্পিকার স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুরো এলাকা আলোকিত রাখতে বসানো হয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বৈদ্যুতিক বাতি।
আপনার মতামত লিখুন :