সম্প্রতি ভয়াবহ যানজটে নাকাল দুবাই। গুরুতর এই সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে তরুণ উদ্ভাবকদের খুঁজছে দেশটি। এজন্য তরুণদের বৃত্তি দেয়ার কথাও জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।
শনিবার ( ১৫ মার্চ) জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যানজট সমস্যা সমাধানে অনন্য প্রকল্প হাতে নিয়েছে দুবাই। দেশটিতে তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছে। এ সমস্যা সমাধানে তরুণদের অর্ধ লক্ষ দিরহাম পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার বেশি।
জিও নিউজ জানিয়েছে, নতুন উদ্যোগে ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবিলা এবং শহরে যাতায়াতব্যবস্থা উন্নত করার জন্য যুগান্তকারী ধারণা প্রদানকারীদের ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ এবং তহবিল প্রদান করা হবে। এক্সপো সিটি দুবাইয়ের চেঞ্জমেকারস একাডেমি ২০-৩০ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ট্রাফিক সমস্যার জন্য সৃজনশীল সমাধান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পকে বাস্তবায়নের জন্য বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্সিং এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন।
দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে অংশীদারিত্বে শুরু হওয়া এই উদ্যোগটি ২০-৩০ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য উন্মুক্ত। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পে আবেদন করা যাবে।
আপনার মতামত লিখুন :