হোলি উৎসবে ভারতের মসজিদ ঢেকে দেওয়া হলো গেরুয়া পর্দায়, আটক ১ হাজার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৬:৫৩ পিএম

হোলি উৎসবে ভারতের মসজিদ ঢেকে দেওয়া হলো গেরুয়া পর্দায়, আটক ১ হাজার

গেরুয়া পর্দায় ঢেকে রাখা হয়েছে একটি মসজিদ ছবিঃ ইন্টারনেট

হোলি উৎসব নিয়ে মুসলিমদের সাথে রীতিমতো তামাশা করছে ভারত। শুক্রবার হোলি উদযাপিত হয় দেশটিতে। অথচ এর আগেই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় মুসলিমদের উপাসনালয় মসজিদ। কট্টর হিন্দুত্ববাদি মোদি সরকার শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি। গ্রেফতার করেছে হাজারের বেশি মুসলিম ভারতীয়কে। 

এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।


 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের সাম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালায় রাজ্য প্রশাসন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অন্তত ১০১৫ জনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদসহ ৬০ টিরও বেশি মসজিদ ঢেকে দেওয়া হয় ত্রিপল দিয়ে।

হোলি উৎসব আয়োজনের আগে থেকেই ভারতজুড়ে থমথমে এক পরিস্থিতি বিরাজ করছিলো। ভারতে বরাবরই নির্যাতনের শিকার হয় সংখ্যালঘু মুসলিমরা। এ বছর হিন্দু ধর্মলম্বীদের হোলি উৎসব পড়ে যায় রমজান মাসে তার ওপর আবার শুক্রবারে। এখানেই যেন সুযোগ পেয়ে যায় কট্টর হিন্দুত্ববাদি মোদি সরকার। সুযোগ পেয়েই মুসলিমদের বিরূদ্ধে লেলিয়ে দেয়া হয় দেশের হলুদ মিডিয়াসহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাকে।

 

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা আনুজ চৌধুরী আগেই বলেছিলেন একদিন জুম্মার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের? বছরে হোলি ১ বার আসে আর জুম্মার নামাজ ৫২ বার। এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিতে দ্বিতীয়বার ভাবেনি নরেন্দ্র মোদির অন্যতম আস্থাভাজন এই পুলিশ কর্মকর্তা।

হোলির দিন ভারতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত কট্টর হিন্দুত্ববাদিদের হামলার শিকার হয় মুসলিমরা। যে ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এতে বিশ্বজুড়ে ভারতের ক্ষমতাসীন সরকারের বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। 
 

আরবি/এসএম

Link copied!