পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় দুই সেনাসদস্য ও নয় সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার সেনাবাহিনীর মিডিয়া বিভাগ এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।
জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিভাগের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মোহমান্দ জেলায় গোয়েন্দা অভিযান (আইবিও) চালায়। তখন সাত খারিজিকে নিহত করা হয়। এ সময় হাবিলদার মুহাম্মদ জাহিদ এবং সিপাহি আফতাব আলি শাহ শহিদ হন।
অন্য আরেকটি ঘটনায় দেশটির ডেরা ইসমাইল খান জেলার মাড্ডি এলাকায় আকেরটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে দুই সন্ত্রাসীকে নিহত করা হয়।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) থিংক ট্যাঙ্ক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশে সন্ত্রাসী হামলার ঘটনা তীব্র বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।
তথ্য বলছে, এ সময় দেশব্যাপী অন্তত ৭৪ টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। যার ফলে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গিসহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১৭ জন। যাদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য, ৫৪ জন বেসামরিক নাগরিক এবং ১০ জঙ্গি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, এরপরই রয়েছে বেলুচিস্তান। খাইবার পাখতুনখোয়ার বসতি স্থাপনকারী জেলাগুলোতে জঙ্গিরা ২৭টি হামলা চালায়, যার ফলে ১৯ জন নিহত হয়, যার মধ্যে ১১ জন নিরাপত্তা কর্মী, ৬ জন বেসামরিক নাগরিক এবং ২ জন জঙ্গি নিহত হয়।
আপনার মতামত লিখুন :