যুক্তরাষ্ট্রের ৬ অঞ্চলে টর্নেডোর আঘাতে ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন মিসৌরি অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজের।
জানা যায়, তীব্র বাতাস পূর্ব দিকে মিসিসিপি ভ্যালি এবং দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। যার ফলে ছয়টি রাজ্যে কমপক্ষে ৩১ জন নিহত, আরও অনেকে আহত হয়েছেন। বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে আছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।
টাইলারটাউন পুলিশ প্রধান জর্ডান হিল জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মিসিসিপির টাইলারটাউনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, একাধিক টর্নেডো রাজ্য জুড়ে বয়ে গেছে। মিসিসিপির গভর্নর টেট রিভস শনিবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে রাতভর ছয়টি কাউন্টিতে টর্নেডোর খবর পাওয়া গেছে।
শক্তিশালী এ টর্নেডো ১০ কোটিরও বেশি মানুষের আবাসস্থলে বিরূপ প্রভাব ফেলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কানাডার সীমান্ত থেকে টেক্সাস পর্যন্ত ৮০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা উত্তরাঞ্চলে তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি আঘাত হেনেছে- পূর্ব লুসিয়ানা, মিসিসিপি, আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়ার পশ্চিমাঞ্চলে।
মিসৌরির গভর্নর শনিবার আরও পরের দিকে টর্নেডো আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।