গাজায় ইসরায়েলের হামলা, ৩ সাংবাদিকসহ নিহত ১২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:০২ এএম

গাজায় ইসরায়েলের হামলা, ৩ সাংবাদিকসহ নিহত ১২

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন সাংবাদিক ও কয়েকজন ত্রাণকর্মী রয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক।  

যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।  

গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাহায্যকর্মী। এ ছাড়া, জুহোর আদ-ডিক শহরে আরেকটি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হন।  

অন্যদিকে, বেইত লাহিয়ায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। একই হামলায় এক নারী পিঠে গুলিবিদ্ধ হয়েছেন, এবং রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।  

রাফাহর উত্তর-পশ্চিমে আল-শাকুশ এলাকায় আল-কান পরিবারের তাঁবুর ওপর ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে ড্রোন হামলা চালানো হয়, যেখানে আটজন আহত হন।  

ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্যমতে, ইসরায়েলি ড্রোন হামলায় তিন সাংবাদিকসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। হামলাটি সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে থাকা একদল ত্রাণকর্মীর ওপর চালানো হয়।  

দ্য প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট প্রোটেকশন সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, নিহত সাংবাদিকরা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্তদের মানবিক পরিস্থিতি নথিভুক্ত করছিলেন। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনা শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের দাবি ছিল, এই পর্যায়ে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা করা হবে, তবে ইসরায়েল তাতে সাড়া দেয়নি।

সূত্র: আলজাজিরা

আরবি/এসএস

Link copied!