ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

 যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় আড়াই লাখ বাড়িঘর। ভয়াবহ এই দুর্যোগে বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও খারাপ আবহাওয়ার শঙ্কা রয়েছে।  

শনিবার (১৫ মার্চ) টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গাড়িগুলো উল্টে গেছে। শুধু মিসৌরিতেই প্রাণ হারিয়েছেন ১২ জন।  

টেক্সাসে ভয়াবহ ধুলোঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ওকলাহোমা ও আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।  

শনিবার বিকেল পর্যন্ত টেক্সাস, মিসৌরি ও ইলিনয়সহ ছয়টি অঙ্গরাজ্যের ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।  

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, নিহত ৩১

সতর্কতা ও জরুরি অবস্থা  

  • মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা ও পশ্চিম টেনেসি: টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে

  • আলাবামা ও আরকানসাস: আকস্মিক বন্যা ও দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) এই পরিস্থিতিকে বিশেষভাবে বিপজ্জনক বলে উল্লেখ করেছে এবং একাধিক শক্তিশালী টর্নেডোর আশঙ্কার কথাও জানিয়েছে। সংস্থাটি জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।  

অঙ্গরাজ্যগুলোর পদক্ষেপ  

  • মিসৌরির গভর্নর মাইক কেহো জানিয়েছেন, তার অঙ্গরাজ্যে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানি ঘটেছে। সেখানে ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।  

  • আরকানসাসে তিনজন নিহত ও ২৯ জন আহত হওয়ায় গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন।  

  • জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প আগেই জরুরি অবস্থা জারি করেছিলেন, কারণ আবহাওয়া আরও খারাপ হওয়ার পূর্বাভাস ছিল।  

এনডাব্লিউএস পূর্বাভাস দিয়েছে যে, রোববারের মধ্যে আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া পর্যন্ত টর্নেডোর প্রভাব বিস্তার করতে পারে। পরিস্থিতির অবনতি হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।