রাশিয়ার হুঙ্কার, ইয়েমেনে মার্কিন হামলা বন্ধ করুন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:৩২ পিএম

রাশিয়ার হুঙ্কার, ইয়েমেনে মার্কিন হামলা বন্ধ করুন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

এই হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে রাশিয়া। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসেন এবং ইয়েমেন সংকট সমাধানে সংলাপের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ অবিলম্বে হামলা বন্ধ করে রক্তপাত বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।  

এর আগে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে হুঁশিয়ারি দেন। 
তিনি বলেন, ‘তোমাদের সময় শেষ। আজ থেকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। যদি তোমরা তা না করো, তাহলে তোমাদের ওপর নরকের বৃষ্টি নেমে আসবে, যা আগে কখনো দেখোনি।’

এর পরপরই ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসনের সময় হুতিদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান।  

রোববার হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, মার্কিন হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তিনি বলেন, ‘এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন।’

হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‍‍`যুদ্ধাপরাধ‍‍` হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন হামলার বিরুদ্ধে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।’

ইয়েমেনে চলমান সংঘাত এবং মানবিক সংকট বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার আহ্বান এই সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছে। তবে মার্কিন হামলা বন্ধ হবে কি না, তা এখনও অনিশ্চিত।

আরবি/এসএস

Link copied!