ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আট দিনের সফরে গিয়ে ৯ মাস ধরে মহাকাশে বন্দি!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:০৬ এএম
ছবি: এনডিটিভি

নাসার দুই নভচর সুনীতা উইলিয়াম্‌স এবং বুচ উইলমোর আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু দিন কয়েকের সফর দীর্ঘায়িত হতে হতে ৯ মাসে গিয়ে ঠেকেছে। অবশেষে, সেই অপেক্ষার অবসান হয়েছে।


 

তাদের ফেরাতে রবিবার ভোরে মহাকাশে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ পৃথিবীতে ফিরছেন নভোচারীরা। এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এত মাস ধরে দুই নভোচারীকে মহাকাশে অপেক্ষায় রাখার জন্য কত টাকা জরিমানা দিতে হবে নাসাকে সেটি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান বলেছেন, নভোচারীদের জন্য আলাদা করে কোনো বিশেষ ‘ওভারটাইম’ বেতন নেই। যেহেতু তারা ফেডেরাল কর্মচারী, তাই মহাকাশে তাদের কাজকে পৃথিবীতে যেকোনো কাজের মতো করেই বিবেচনা করা হয়। ফলে তারা পৃথিবীতে যেমন বেতন পান, তেমনই বেতন পাবেন। তবে, এত দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাঁদের যাবতীয় ব্যয় নাসা বহন করবে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যমকে কোডি জানিয়েছেন, এ ধরনের আকস্মিক দুর্ঘটনার জন্য অভিযান দীর্ঘায়িত হলে নভোচারীদের বেতনের পাশাপাশি একটি দৈনিক ভাতা দেওয়া হয়, যার পরিমাণ দিনপ্রতি মাত্র চার ডলার।

জানা গেছে, সুনীতা এবং বুচ জিএস-১৫ বেতন স্তরে রয়েছেন, যা জিএস সিস্টেম অনুসারে ফেডেরাল কর্মীদের জন্য সর্বোচ্চ স্তর। এই স্তরের কর্মীদের বার্ষিক বেতন সর্বোচ্চ ১৬২,৬৭২ ডলার পর্যন্ত হতে পারে। ফলে প্রায় ১০ মাস মহাকাশে থাকার জন্য তারা ১২২,০০৪ ডলার পেতে পারেন।

উল্লেখ্য, রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছে ক্রিউ-১০-এর চার মহাকাশচারী। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।