মঙ্গলবার পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:৩৭ এএম

মঙ্গলবার পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৬ মার্চ) রাতে জানান, মঙ্গলবার (১৮ মার্চ) তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন। তিনি আশা প্রকাশ করেন যে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তারা কিছু ঘোষণা করতে পারবেন।  

মার-এ-লাগোতে সপ্তাহান্ত কাটানোর পর হোয়াইট হাউসে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো চলছে, আমি মনে করি। মঙ্গলবারের মধ্যে আমরা কিছু ঘোষণা করতে পারব কিনা, সেটা দেখব। মঙ্গলবার আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলব।’

তিনি আরও বলেন, ‘সপ্তাহান্তে অনেক কাজ হয়েছে, আমরা দেখতে চাই যে এই যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। হয়তো পারব, নাও পারব, তবে আমার মনে হচ্ছে আমাদের সফল হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে।’

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, উভয় পক্ষই ইতিমধ্যে অনেক বিষয়ে আলোচনা করেছে।’ তিনি যোগ করেন যে আলোচনায় জমি এবং বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত বিষয়গুলোও থাকবে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধের আগের তুলনায় এখন অনেক জমির অবস্থা বদলে গেছে।’ চলমান আলোচনায় ইতিমধ্যে কিছু সম্পদ ভাগাভাগি নিয়েও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।  

গত সপ্তাহে ক্রেমলিনও জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের আলোচকরা রাশিয়ায় গিয়ে আরও আলোচনা করবেন, যদিও সেখানে অংশগ্রহণকারীদের বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি।  

এটি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যা এখন রাশিয়ার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।  

পুতিনের প্রতিক্রিয়া ছিল অস্পষ্ট। তিনি বলেছিলেন যে মস্কো তত্ত্বগতভাবে এই প্রস্তাবের সাথে একমত। তবে তিনি কিয়েভের কাছ থেকে শর্তসাপেক্ষে ছাড় চেয়েছেন এবং দাবি করেছেন যে বর্তমান ইউক্রেনীয় সরকারই এই যুদ্ধের মূল কারণ।  

পুতিন শুক্রবার আরও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে তার দেশ কাজ করছে, কারণ আগের আমেরিকান প্রশাসনের কারণে এই সম্পর্ক প্রায় শূন্যে নেমে এসেছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে, পরিস্থিতি এখন এগোতে শুরু করেছে।’ ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা যাক, এর থেকে কী বেরিয়ে আসে।’

আরবি/এসএস

Link copied!