আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস দিয়েছে কুয়েতের আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার।
তাদের হিসাব অনুযায়ী, ২৯ রমজান (২৯ মার্চ) বেলা ১টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদ উদিত হবে এবং কুয়েতের আকাশে সূর্যাস্তের পর মাত্র ৮ মিনিট দৃশ্যমান থাকতে পারে। যদিও এটি খালি চোখে দেখা সম্ভব নাও হতে পারে, তবে এটা অসম্ভব নয়।
তারা আরও জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত এই পূর্বাভাস বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে করা হলেও, ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ঘোষণা ইসলামী শরিয়াহ অনুযায়ী গঠিত চাঁদ দেখা কমিটির ওপর নির্ভর করবে।
এছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু এলাকায় চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যেতে পারে, তাই সেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই।
সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আরব ও অন্যান্য ইসলামী দেশগুলোর ক্ষেত্রে চাঁদের দৃশ্যমানতা অঞ্চলভেদে চার থেকে বিশ মিনিটের মধ্যে পরিবর্তিত হতে পারে।
আপনার মতামত লিখুন :