ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

যুদ্ধবিমানের নতুন চালান পেল ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:১৮ পিএম
এফ-৩৫ যুদ্ধবিমান ছবি: উইকিপিডিয়া

মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে।

 দ্য জেরুজালেম পোস্ট রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি বিমান আসলে গত সপ্তাহে এসে পৌঁছেছে। কিন্তু ইসরায়েলের  ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রোববার এই ঘোষণা দেওয়া হলো।

জেরুজালেম পোস্ট আরও জানায়, দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে। বাকি তিনটি ২০২৫ সালের শেষের দিকে এবং শেষ দুটি ২০২৬ সালে সরবরাহ করা হবে।

২০২৩ সালে, ইসরায়েল, মার্কিন সরকার এবং লকহিড মার্টিন ২৫টি অতিরিক্ত এফ-৩৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়ার অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়।

জেরুজালেম পোস্ট বলছে, এফ৩৫-এর প্রথম-তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু হবে ২০২৭ সালে।  ইসরায়েল ২০১০ সালে এফ২৫ প্রোগ্রামে স্বাক্ষর করে এবং তাদের এফ৩৫ প্রোগ্রামটি ২০১৭ সালে কার্যকর হয়।

সম্প্রতি সিরিয়া ও লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বিমান হামলা আরও জোরদার করতে পারে তারা।