রমজানে রোজা রাখছেন অমুসলিমরাও

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:১৪ পিএম

রমজানে রোজা রাখছেন অমুসলিমরাও

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মুসলমানদের দেখাদেখি অনেক অমুসলিম প্রবাসীও রোজা রাখছেন। মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা পালন ও ইফতারে অংশ নিয়ে তারা সংহতি ও পারস্পরিক বোঝাপড়ার দৃষ্টান্ত স্থাপন করছেন।

সোমবার (১৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে বসবাসরত একাধিক অমুসলিম প্রবাসী রমজানের পবিত্রতা অনুভব করতে নানা উপায়ে অংশ নিচ্ছেন। মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখা, ইফতারে যোগ দেওয়া এবং প্রকাশ্যে খাবার না খেয়ে সংহতি প্রকাশ করছেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম হিসেবে রোজা রাখছেন সোফি মিড। শুধু তাই নয়, তিনি রমজান মাসে আবায়ার মতো পোশাকও পরছেন।

আবুধাবির মার্কেটিং নির্বাহী ডেভিড থম্পসন বলেন, এই রমজান আমার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। আমি মুসলিম বন্ধুদের সঙ্গে ইফতার করি, নামাজ আদায়ের দৃশ্য দেখি, যা আমাকে মুগ্ধ করে।

দুবাইয়ের মার্কেটিং বিশেষজ্ঞ অ্যামেলিয়া লিউ মনে করেন, রমজান শুধু খাবার থেকে বিরত থাকার মাস নয়, এটি আত্ম-অনুসন্ধান এবং দরিদ্রদের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি চমৎকার সুযোগ।

দুবাইয়ে বসবাসরত ইতালিয়ান নাগরিক আদ্রিয়ানো ভি. জানান, মুসলিম বন্ধুদের প্রতি সংহতি জানাতে এই প্রথমবারের মতো তিনি রোজা রাখছেন। তিনি বলেন, এটি আমাকে অন্যান্য ধর্ম সম্পর্কে আরও জানতে আগ্রহী করেছে। রমজানের শিক্ষা আমার চিন্তাধারাকে আরও বিস্তৃত করেছে।

বিভিন্ন দেশের অমুসলিমদের রমজানের চেতনাকে সম্মান ও গ্রহণ করার এই প্রবণতা সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এতে যেমন ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ছে, তেমনি ধর্মীয় সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় হচ্ছে।

আরবি/একে

Link copied!