ভারতজুড়ে মুসলিমদের ওপর চলমান হামলা নির্যাতনের মাঝে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ বার্তা দেন তিনি।
এদিন ফুরফুরা শরীফে পৌঁছে মমতা পীরজাদাদের সঙ্গে দেখা করেন। সে সময় তার সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিরোধী রাজনৈতিক দলের ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগ নিয়ে কথা বলেন মমতা।
তিনি বলেন, “আমি যখন দুর্গাপূজা করি, কালীপূজা করি, তখন তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলে না! তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?”
মুখ্যমন্ত্রী আরও বলেন, মনে রাখবেন- “আমি যেমন খ্রিষ্টানদের অনুষ্ঠানে যাই, গুরুদুয়ারে যাই, তেমনি ঈদের আয়োজনেও যাই। প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ আমি মনে করি, বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমনি রমজানেও সবার জন্য দোয়া-প্রার্থনা করছি।”
তিনি তার বক্তব্যে ঘোষণা করেন, “ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে।
ওবিসি সংরক্ষণের বিলটার জন্য নিয়োগ আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিতে পারছি না। সমস্যা মিটে গেলেই এগুলো চালু হয়ে যাবে। ”
ইফতারের আগে পীর ও পীরজাদাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ ও বক্তব্য শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সবাইকে একাধিক আশ্বাস দেন এবং কিছু সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দেন।