১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে।
ধর্ষণের কারণে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায়।
কলকাতা থেকে প্রকাশিত পুবের কলাম পত্রিকা এ এক প্রতিবেদন অনুযায়ী, গত রোববার মেখলিগঞ্জ থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিতার পরিবার।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
পরে সোমবার গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।
এ বিষয়ে মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জের অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই বলেন, ‘১৬ মার্চ মেখলিগঞ্জ থানায় নির্যাতিতা এক নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে তার ষোলো বছরের নাবালিকা কন্যার ওপর তাদের পরিবারের পরিচিত রমেশ বৰ্মণ (৬৫), ঝাড়েন বর্মণ (৬৫) এবং গোবিন্দ বর্মণ (৬৫) নামের তিন ব্যক্তি দীর্ঘ কয়েক মাস ধরে ধর্ষণ করত।’
‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সোমবার এদের মেখলিগঞ্জ আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।’
এদিকে নির্যাতিতার মা অভিযুক্ত এই তিন ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :