হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহত ১২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৯:১৭ পিএম

হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহত ১২

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের রোটান দ্বীপে থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির ক্যারিবীয় উপকূলে বিমান বিধ্বসের এই ঘটনায় অন্তত ১২ জন জন নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রোটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় এ ঘটনাটি ঘটেছে।  

হন্ডুরাসের পুলিশ জানিয়েছে, বিমানটিতে ১৫ জন যাত্রীর সাথে দুইজন পাইলট ও একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দূর্ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিমানের যাত্রীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেরে একজন করে নাগরিক ছিলেন। এছাড়াও ২ শিশু যাত্রীও ছিলো বিমানে।

তাছাড়া এই ঘটনায় দেশটির প্রখ্যাত সংগীতশিল্পী অরেলিও মার্টিনেজ সুয়াজোও নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমে বিমানের যাত্রীদের বিষয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন বিধ্বস্ত বিমানটিতে। এছাড়া দুই শিশুও বিমানটির যাত্রী ছিল। বিমানটি রোটান দ্বীপ থেকে হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এর আসল কারণ জানা যায়নি।

এদিকে হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো বলেছেন, ‘এই ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে।’

এছাড়া জীবিতদের উদ্ধারে সশস্ত্র বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

তথ্য সূত্র: দ্য গার্ডিয়ান  

আরবি/আরডি

Link copied!