ইসরায়েলি নির্মমতায় এক রাতেই নিহত ৪১৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:২০ এএম

ইসরায়েলি নির্মমতায় এক রাতেই নিহত ৪১৩

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ছবি: ফরেন পলিসি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় এক রাতে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের হুমকি-ধমকির মধ্যে এ হামলা ঘটল। তুরস্ক বলছে, এর মাধ্যমে গাজায় ইসরায়েলের ‘গণহত্যার নীতির নতুন অধ্যায়’ শুরু হলো।

গাজার যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে যে চুক্তি সই হয়েছিল, তার দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করে ইসরায়েল। এ ধাপের শর্ত হিসেবে সব জিম্মিকে মুক্তির পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি ও সব সেনা সরিয়ে নেওয়ার কথা রয়েছে।  

এসব শর্ত মানতে নারাজ ইসরায়েল প্রথম ধাপকে দীর্ঘ করে অবশিষ্ট সব জিম্মির মুক্তি চায়। কিন্তু হামাস তাদের ওপর আস্থা না রাখলে এ হামলা শুরু হয়।

এএফপি জানায়, সোমবার রাতে শুরু হওয়া বিমান হামলায় নিহতের সংখ্যা ৪১৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী ও হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সাহ্‌রি খাচ্ছিলেন। তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। ২০টিরও বেশি ইসরায়েলের যুদ্ধবিমান গাজা সিটি, রাফাহ ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অর্শতাধিক শিশু ও ২৮ জন নারী রয়েছেন।

রেড ক্রস জানায়, গাজার হাসপাতালগুলো হতাহতের ভিড়ে উপচে পড়ছে। এর আগে ১৬ মাসের ইসরায়েলি গণহত্যায় গাজার প্রায় সব বড় হাসপাতালই গুঁড়িয়ে দেওয়া হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়েছেন। তিনি যুদ্ধবিরতির প্রতি সম্মান রাখার আহ্বান জানান।

হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী মিসর এ হামলাকে ‘যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের তৈরি করা এ ‘উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলছে’।

হামলার নিন্দা জানিয়েছে ইরান ও সৌদি আরব। ইউরোপীয় ইউনিয়ন বলছে, গাজা ইতোমধ্যেই অনেক বেশি দুর্ভোগ সহ্য করেছে। পুরো উপত্যকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

 

আরবি/এসএম

Link copied!